
ছবি : সৌজন্য
চট্টগ্রাম- ৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম মামুনের সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৮ জুন) শারজাহ্ সীতাকুন্ড প্রবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
চট্টগ্রাম - ৪ সীতাকুন্ড আসনের সংসদ আলহাজ্ব এস এম আল মামুন এমপি মহোদয়ে আমিরাতে আগমন উপলক্ষে সীতাকুন্ড প্রবাসীর উদ্যোগে এক সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন আইনুল কবির। মোহাম্মদ কামরুল হাসান জুয়েল এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক আবদুস সবুর, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন তালুকদার, সেলিম উদ্দিন চৌধুরী, ইসমাইল গণি চৌধুরী, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, রফিকুল হক, সুহেল পারভেজ।
বক্তব্য রাখেন, আবুল কাশেম, জেবলসিনা মেডিকেল এর চেয়ারম্যান জনাব আলী আজগর, মোস্তফা, ফকরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, রফিকুল ইসলাম, টিপু সুলতান, মোহাম্মদ খলিল,রাসেল পারভেজ, কমিশনার মাসুদ, উত্তম কুমার, ওসমান চৌধুরী,আজম, প্রমুখ নেতৃবৃন্দ।
মেসেঞ্জার/সজিব