ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

মেলবোর্নের মিলডোরায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২০:২৪, ১১ আগস্ট ২০২৪

মেলবোর্নের মিলডোরায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন

ছবি: মেসেঞ্জার

শনিবার (১০ আগস্ট) দুপুরে মেলবোর্নের মিলডোরা‘র ৩২ ডার্লিংটন প্যারেডে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিশ্বের প্রায় সব দেশেই এখন গরম থাকলেও ব্যতিক্রম অস্ট্রেলিয়া সহ বিশ্বের অল্প কয়েকটি দেশ। এই সময়টাতে এখানে শীতকাল থাকে। 

জনি এবং শিপার সার্বিক তত্ত্বাবধানে ও রুম্মানের সাবলীল উপস্থাপনা এবং গান পিঠা উৎসবকে দিনভর মাতিয়ে রেখেছিল। পাশাপাশি মজার স্মৃতিচারনে অংশ নেন শামসুন, মান্নান,সানি, পিয়া, মুসা, তন্মি, সুমন, ইমরান প্রমূখ।

কলকাতার বাংগালী ডা: মৌ‘র সুরেলা কন্ঠের গান উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, এই পিঠা উৎসব মিলডোরাবাসি বাংগালি পরিবার গুলোর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করেছে। পিঠা উৎসবে ড্রেস কোড ছিলো ছেলেদের সবুজ পাঞ্জাবি ও মেয়েদের কমলা রঙ এর জামা, শাড়ি। 

সিডনি থেকে ১০ ঘন্টা, মেলবোর্ন থেকে ৬ ঘন্টা এবং এডিলেড থেকে ৪ ঘন্টা ড্রাইভ দুরত্বের ছোট শহর মিলডোরা। মিলডোরা থেকে ডা নাজমুল হক মজুমদার সোহেল জানান, এখানে আসার আগে শুধু জানতাম কয়েকটি বাংগালী পরিবারের বাস আছে এই শহরে। কিন্তু জানা ছিলো না তারা কতটা উৎসব প্রিয় আলোকিত মানুষ। 

মেসেঞ্জার/তারেক

×
Nagad