ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বিপাশার সঙ্গে সিডনি বাংলা ওমেন্স নেটওয়ার্কের গালা লাঞ্চ

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:০৪, ২৪ আগস্ট ২০২৪

বিপাশার সঙ্গে সিডনি বাংলা ওমেন্স নেটওয়ার্কের গালা লাঞ্চ

ছবি : মেসেঞ্জার

গত ১৮ আগস্ট (রবিবার) সিডনির বাই সেন্টেনিয়াল পার্ক এর ওয়াটার ভিউ ফাংশন সেন্টারে সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্ক (এসবিডব্লিউএন) আয়োজিত বিপাশা হায়াতের সাথে গালা লাঞ্চ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির বিভিন্ন সেবামূলক কাজের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটির সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। পরিপূর্ণ অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিরা বিপাশার পাশাপাশি এসবিডব্লিউএন এবং এর বিভিন্ন কাজের সাথে পরিচিত হন। এসবিডব্লিউএন মূলত তিনটি বিষয়ে কাজ করে, স্পেশাল নিডজ বাচ্চাদের মায়েদের প্রয়োজনীয়তা, বাংলাদেশি সিনিয়ার সিটিজেনদের বিবিধ চাহিদা এবং নারীর ক্ষমতায়ন।

উল্লেখ্য বিপাশা হায়াত বহুদিন যাবৎ সেভ দ্য চিল্ড্রেন এর একজন ব্র্যান্ড এম্বাসেডর। স্পেশাল নিডস শিশুদের নিয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সেই বিবেচনায় এসবিডব্লিউএন তাদের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিপাশা হায়াতকে আমন্ত্রন জানায়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরুর পর বিপাশা'র লাইভ পেইন্টিং অতিথিদের অভিভূত করে।

এসবিডব্লিউএন এর সভাপতি ডাঃ নাহিদ সায়মা তার বক্তব্যে দর্শকদেরকে দেশের সকল শহিদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালনের অনুরোধ জানিয়ে  এসবিডব্লিউএন এর চলার পথের ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি আরো বলেন, তাদের সামর্থ্য হয়ত স্বল্প, কিন্তু স্বপ্নগুলো বিশাল। তিনি বিশ্বাস করেন, একাগ্রতা ও সততার সাথে চললে তারা তাদের উদ্দেশ্য নিশ্চয়ই পূরণ করতে পারবে। 

উক্ত অনুষ্ঠানে বিপাশার লেখা একটি টিভি নাটক থেকে রূপান্তরিত শ্রুতিনাটক ‘একি খেলা’ মঞ্চস্থ হয়। দর্শকরা পিনপতন নিরবতায় নাটকটি উপভোগ করেন। 

অনুষ্ঠানে বিপাশার বেশ কিছু পেইন্টিং এর নিলাম করা হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য আরো ছিল লাকি ড্র। আয়োজকএই অনুষ্ঠানে সংগৃহীত অর্থের বেশিরভাগই এসবিডব্লিউএন এর বিভিন্ন খাতে  ব্যয় করা হবে। 

বিপাশার সাথে আড্ডা ও আলাপচারিতা ছিল অত্যন্ত অআনুষ্ঠানিক এবং উপভোগ্য। বিপাশা তার অভিনয় জীবনে বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এসবিডব্লিউএন কে ধন্যবাদ জানান তাকে সম্মানিত করার জন্য।

মেসেঞ্জার/দিশা