ছবি : মেসেঞ্জার
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনে জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউস হতে দুই দিন ব্যাপী (২৪ ও ২৫ আগস্ট) মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।
এ সময়ে জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবাসমূহ প্রদান করা হয়।
ছুটির দিনে এমন সেবা পেয়ে যেমন খুশি, তেমনি তাদের যাওয়া আসা খরচ বেঁচে যাওয়ায়।
এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের পক্ষ থেকে ছিলেন ফারহানা আহমেদ চৌধুরী কাউন্সেলর (রাজনৈতিক), মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/বাপ্পী/আপেল