ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

নোবেল পুরস্কার ২০২৩:

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক হুয়ান ফসে

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:৩৪, ৫ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৪৩, ৫ অক্টোবর ২০২৩

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক হুয়ান ফসে

সাহিত্যে নোবেল বিজয়ী নরওয়ের লেখক হুয়ান ফসে। ছবি: বিবিসি

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক হুয়ান ফসে। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার (৫ অক্টোবর) সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে।

ফসের লেখা নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখনিতে তুলে এনেছেন তিনি। তাঁর লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।

পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যাঁরা অবদান রাখেন, তাঁরা পান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

মেসেঞ্জার/আল আমিন