ঢাকা,  শুক্রবার
১৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পানির নিচে বুর্জ খলিফার চেয়ে ৩ গুন  উঁচু পর্বতের সন্ধান

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:০২, ৩ মার্চ ২০২৪

পানির নিচে বুর্জ খলিফার চেয়ে ৩ গুন  উঁচু পর্বতের সন্ধান

ছবি: সংগৃহীত

বিস্ময়ে ভরপুর সমুদ্রগুলো এই বিস্ময়ের পুরোটা হয়তো কোনো দিনই মানুষের পক্ষে জানা সম্ভব হবে না। তবে সাম্প্রতিক এক আবিষ্কারের অংশ হিসেবে বিজ্ঞানীরা পানির নিচে অন্তত চারটি নতুন পর্বত খুঁজে পেয়েছেন; যেগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও উঁচু। এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা আড়াই কিলোমিটারেও বেশি বলে দাবি করা হচ্ছে।

বিষয়ে আজ রোববারটাইমস নাও’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে স্মিট ওশান ইনস্টিটিউটের একদল গবেষক কোস্টারিকার গলফিটো থেকে চিলির ভ্যালপ্যারাইসো যাওয়ার পথে ওই চারটি পর্বতের অস্তিত্ব খুঁজে পান। এগুলোর উচ্চতা হাজার ৫৯১ মিটার থেকে হাজার ৬৮১ মিটারের মধ্যে। সবচেয়ে উঁচু পর্বতটি প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

স্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক আবিষ্কারের আগে কোনো তথ্য-ভান্ডারেই ওই পর্বতগুলো সম্পর্কে কোনো তথ্য ছিল না।সিবেড-২০৩০নামে একটি প্রকল্পের অধীনে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে এই সংস্থাটি। বর্তমানে কাজের ২৫ শতাংশ পর্যন্ত সমাপ্ত হয়েছে।

মেসেঞ্জার/রকি