ঢাকা,  শনিবার
০৫ জুলাই ২০২৫

The Daily Messenger

রোজার নিয়ত কখন ও কীভাবে করতে হয়?

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:৪৪, ১১ মার্চ ২০২৪

আপডেট: ২১:০৪, ১১ মার্চ ২০২৪

রোজার নিয়ত কখন ও কীভাবে করতে হয়?

ছবি : সংগৃহীত

হিজরি সনের নবম মাসের নাম রমজান। মাসজুড়ে সিয়াম পালন মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য।

রমজানের রোজা পালনের জন্য রোজার নিয়ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই রোজার নিয়ত:

রোজার নিয়তের বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজার নিয়ত কখন ও কীভাবে করতে হয়?

নিয়ত আরবি শব্দ। এর অর্থ হলো মনে মনে ইচ্ছা করা। কেউ যদি সূর্যাস্তের পরবর্তী কোনো একসময়ে মনে মনে এই ইচ্ছা করে যে, আমি আগামীকাল রমজানের রোজা রাখব, তা হলে তার নিয়ত সংঘটিত হয়ে যাবে। নিয়ত সহিহ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা শর্ত নয়। তবে তা উত্তম। (ফাতাওয়া আলমগিরি-১/১৯৫)

রোজার নিয়ত কখন করতে হবে?

সূর্যাস্তের পর থেকে পূর্ব অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত রমজানের রোজার নিয়ত করার অবকাশ আছে। তবে সুবহে সাদিকের আগেই নিয়ত করে নেওয়া উত্তম। (বাদায়েউস সানায়ে- ২/২২৯; আল বাহরুর রায়েক-২/২৫৯)

মেসেঞ্জার/মুমু