ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger
শিশু বৃদ্ধ রোগীর চাপ বাড়ল দেশের সব হাসপাতালে

শিশু বৃদ্ধ রোগীর চাপ বাড়ল দেশের সব হাসপাতালে

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্ক মানুষ। পেটের ব্যাথা, ঠান্ডাজ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, পানি শূন্যতা, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বৃদ্ধদের অসুস্থতাও অধিক বেড়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। সিট না পেয়ে বারান্দায় শুয়েই অনেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন- দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এ ছাড়া প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেও নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিভাগের সব খবর

সর্বশেষ

জনপ্রিয়

×
Nagad