ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ডেঙ্গু প্রতিরোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:৪২, ১৩ এপ্রিল ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

এবার ডেঙ্গু প্রতিরোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি

তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ের মিটিং করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে। ডেঙ্গু প্রতিরোধে স্যালাইনের কোনো অভাব হবে না

ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা নেয়া জরুরি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সামগ্রী ওষুধের ঘাটতি যেন না থাকে তা নিয়ে আরও কাজ করতে হবে। কেউ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে খেয়াল রাখবে স্বাস্থ্য অধিদফতর।

তিনি আরও বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জনবল সংকটের সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য কাজ করা হবে। এতে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালের চাপ কমবে।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700