ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন, কী খাবেন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২১:২১, ১৯ এপ্রিল ২০২৪

হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন, কী খাবেন

রাজধানীতে তীব্র রোদের মধ্যে ডিউটি পালনকালে পানি পান করছেন একজন ট্রাফিক পুলিশ সদস্য। ছবি: ডেইলি মেসেঞ্জার

মরুভূমি বা শুষ্ক ভূখণ্ডের দিকে মেজুন মাসে বয়ে যায়লু হাওয়ানামে তাপপ্রবাহ। সময় সাধারণত ৪৫৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। বাতাসের আর্দ্রতাও থাকে কম। ভারত পাকিস্তানে একে বলেলু লগনা

লুহাওয়ার কারণে ব্যাপকভাবে হিট স্ট্রোকের ঘটনা ঘটে। বাংলাদেশেলুহাওয়া শুরু না হলেও সর্বোচ্চ তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি পার হচ্ছে। রোদে বেরোলেই গা জ্বালা করছে। ছায়ায় বসে থেকেও আরাম নেই, কারণ বাতাসও গরম। বারবার তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু বয়স্কদের সময় কষ্ট বেশি হয়।

তীব্র গরমে পানিশূন্যতার মারাত্মক ঝুঁকি থাকে। পানিশূন্যতা বুঝতে প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখুন।

ভারত পাকিস্তানে লু হাওয়ার সময় বিশেষ কিছু শরবত ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বাস করা হয়, শরীর শীতল করতে এবং হিট স্ট্রোক থেকে সুরক্ষা দিতে কার্যকর এসব শরবত। লু হাওয়ার সময় গোলাপ, খুস-খুস, শাহতুত, বেল ফলসার শরবত পান করা হয়।

সময়ে ঠান্ডা দুধের পানীয়, বরফ এবং ঠান্ডা মিষ্টান্ন সহযোগে ফালুদা খাওয়া যেতে পারে। উত্তর ভারত পাকিস্তানে দই দিয়ে বানানো পানীয়লাচ্ছিঅত্যন্ত জনপ্রিয়। বিশ্বাস করা হয়, এটি লু হাওয়ার মধ্যে শরীর শীতল রাখে।

ছাড়া রাজস্থানের মরুভূমি এলাকায়কাইরি কা পান্নালু হাওয়ায় সুস্থ থাকতে ব্যাপকভাবে খাওয়া হয়। এটি মূলত কাঁচা বা পাকা আমের পানীয়।

বাংলাদেশেও এই গরমে হিট স্ট্রোক থেকে সুরক্ষা পেতে এসব খাবার খাওয়া যেতে পারে।

এই বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ:

. যতটা সম্ভব ঘরে থাকুন। বিশেষ করে বিকাল বেলা।

. ঘরের বাইরে নরম সুতির ঢিলেঢালা পোশাক পরুন। রোদে বের হলে পুরো শরীর ঢেকে রাখুন।

. রোদে ছাতা ব্যবহার করুন অথবা মাথা সুতি কাপড়ে ঢেকে রাখুন।

. প্রচুর ঠান্ডা তরল পান করুন।

. মাংস, ডুবো তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

. কাশি হলে বা গলা সুর সুর করলে মধু, লবণ আদার রস মিশিয়ে চেটে খেতে পারেন।

. ভিটামিন সি যুক্ত ফল খান

. মৌসুমি ফল যেমন: তরমুজ খান যত ইচ্ছা। বাঙ্গির জুস খেতে পারেন। পানিশূন্যতা নিবারণে কাজে দেবে।

. ডাবের পানি খেতে পারেন।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700