ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৩৫, ২১ এপ্রিল ২০২৪

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে, কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলবো না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে তিনি কথা বলেন।

চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সাতদিন দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের টানা ছুটি শেষে আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল।

কিন্তু এর আগেই গতকাল (শনিবার) পৃথক পৃথক সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মেসেঞ্জার/ফামিমা