ঢাকা,  মঙ্গলবার
১৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

আরও ৪৮৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ১ জনের মৃত্যু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আরও ৪৮৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৬ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটিতে ১০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৩৯ জন রয়েছেন। ছাড়াও রাজশাহী বিভাগে জন এবং রংপুর বিভাগে জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৮৭ জন।

মেসেঞ্জার/ফামিমা