সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লক্ষ রিয়াল বাজেটের এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল এবং এতে প্রতিযোগিতা করবে মোট ১৬টি দল। শনিবার (২২ মার্চ) আয়োজকদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকদের সাথে ইফতার পূর্ব আলোচনায় এ তথ্য জানান উদ্যোক্তারা।