ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বুরকিনা ফাসোয় হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ৫ আগস্ট ২০২২

আপডেট: ২০:৩৮, ৫ আগস্ট ২০২২

বুরকিনা ফাসোয় হামলায় ১২ জন নিহত

ছবি: সংগৃহীত।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।
শুক্রবার রাতে নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়।

এতে বলা হয়, 'সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন আহত হয়।'বিবৃতিতে আরো বলা হয়, এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়।

ডিএম/এমএএস

dwl
×
Nagad