
ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তেল আবিবে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই বৈঠকে তিনি বলেন, বাইডেন প্রশাসন মনে করে, এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়া উচিত। এটি আরও কয়েক মাস স্থায়ী হতে পারে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন কথার জবাবে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু ব্লিঙ্কেনকে তারা কোনো নিশ্চয়তা দেননি।
মেসেঞ্জার/ফামিমা