
ছবি : সংগৃহীত
কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশটিতে কোরআন পোড়ানো বেআইনি বলে বিবেচিত হবে।
সম্প্রতি ডেনমার্কে কোরআন অবমাননা নিয়ে মুসলিম দেশগুলো বিক্ষোভ করার পর বিলটি পাস হয়েছে। নতুন এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।
ডেনমার্ক ও সুইডেনে চলতি বছর ইসলাম বিরোধীরা বেশ কয়েকবার কোরআনের কপি পুড়িয়েছে। এই ধরনের ঘটনা বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষুব্ধ করেছে। মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে নর্ডিক সরকারগুলাকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোরালো দাবি তুলেছে।
ধর্মের সমালোচনা করার অধিকারসহ সাংবিধানিকভাবে সুরক্ষিত বাক-স্বাধীনতা ও কোরআন পোড়ানোর ফলে ইসলামপন্থীদের আক্রমণ শুরু হবে এমন আশঙ্কা থেকে ডেনমার্ক জাতীয় নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিল।
মেসেঞ্জার/ফামিমা