
ছবি: সংগৃহীত
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। শুক্রবার ( ১২ এপ্রিল) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর আলাদাভাবে এ কথা জানান দুই দেশের নেতা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডাবলিনে সানচেজের সঙ্গে বৈঠকের পর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস জানান, দ্রুতই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় তার দেশ। কিন্তু তা স্পেন এবং আরও ইউরোপীয় দেশগুলির সাথে সমন্বিত পদক্ষেপের পর।
আগের দিন, সানচেজ অসলো ভ্রমণ করেছিলেন, যেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছিলেন, তার দেশও সমমনা দেশগুলির সঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
ইসরায়েলের যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে আন্তর্জাতিক সমালোচনার পর একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে অনেক দেশ।
গত মাসে স্পেন এবং আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়াকে সঙ্গে নিয়ে ঘোষণা দেয় যে, তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য যৌথভাবে কাজ করবে। যখন সঠিক সময় আসবে তখন তারা ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে।
মেসেঞ্জার/হাওলাদার