ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ওড়িষ্যায় ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ৫

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৮:২১, ১৬ এপ্রিল ২০২৪

ওড়িষ্যায় ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতের উড়িষ্যায় যাত্রীবাহী একটি বাস ফ্লাইওভার থেকে নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে বারবাটি ব্রিজ থেকে পড়ে যায় বাসটি। কলকাতা অভিমুখী বাসটিতে এ সময় ৪০ জন যাত্রী ছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়। যোগ দেন চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষ।

আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি মারা যাওয়াদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র : এনডিটিভি

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700