ঢাকা,  রোববার
১৩ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড তৈরি করেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদিশক মুদ্রার মজুত রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এক বিবৃতিতে তথ্য প্রকাশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আরবিআইয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি ডলার। তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট হাজার ৩৯০ কোটি ডলার। সব মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারে পৌঁছেছে। এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

মেসেঞ্জার/ফামিমা