ঢাকা,  মঙ্গলবার
১৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৭

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীর সফরে যাওয়ার কথা। আর তার আগেই শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য।

সন্ত্রাসীদেরউপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের একটি দল যৌথ অভিযান শুরু করলে শুক্রবার গভীর রাতে উত্তর কাশ্মীর জেলার পাত্তান এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই অভিযান এখনো চলছে।

এদিন পৃথক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস ইউনিটের সদস্যরা কাঠুয়ায় দুইসন্ত্রাসীকেগুলি করে হত্যা করে। ওই অভিযান শেষে ঘটনাস্থল থেকেযুদ্ধের মতো বড়অস্ত্রের মজুত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা