ঢাকা,  বুধবার
১১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আজ রাতে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন না কমালা

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৬ নভেম্বর ২০২৪

আজ রাতে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন না কমালা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যত প্রকাশ হচ্ছে, ততই ক্ষীণ হয়ে আসছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের আশা। এ অবস্থায় আজ রাতে ভোটারদের উদ্দেশে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে আগামীকাল তিনি কথা বলবেন। বুধবার কমালা হ্যারিসের প্রচারণা টিমের কো-চেয়ারম্যান ক্যাড্রিক রিচমন্ড সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রিচমন্ড বলেন, আমরা এখন ভোটের দিকে নজর রাখছি। এখনও এমন অনেক রাজ্য রয়ে গেছে, যেগুলো ফলাফল প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের ভোটের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় ইলেক্টোরাল কলেজ নামের একটি বিশেষ নির্বাচক মন্ডলীর ভোটের মাধ্যমে। আবার ইলেক্টোরাল কলেজের ভোট নির্ভর করে সাধারণ ভোটারদের ভোটের ফলাফলের ওপর।

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি বিজয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি আসনে জয়ী হতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প, আর কমালা পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। অর্থাৎ নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে।

মেসেঞ্জার/দিশা