
ছবি : ডেইলি মেসেঞ্জার
রাজশাহী বরেন্দ্র অঞ্চলে শুক্রবার (৫ এপ্রিল) ৩৮ ডিগ্রি তাপমাত্রায় রাস্তাঘাট এমনকি গ্রামের রাস্তার গুলোও তেঁতে উঠেছে। প্রচণ্ড রোদ ও খরা তাপে তাহিস হয়ে পরছে কৃষকরা। এখন ধানে শীষ বেরিয়েছে। রোজা রেখে প্রচণ্ড রোদ ও খরার মধ্যে কীটনাশক দেয়ার পরে রোদে যেনো চোখ মুখ ঝলসে যাচ্ছে। তাই বরেন্দ্রের সেঁচের স্বচ্ছ ও ঠাণ্ডা পানি একটু চোখে মুখে দিয়ে শীতল করার চেষ্টা করছেন এই কৃষক। ছবিটি রাজশাহীর পবা উপজেলার দারুশা এলাকা থেকে তোলা।
মেসেঞ্জার/সজিব