
ছবি : এম. ফয়সাল এলাহী
আনন্দ বয়ে যাচ্ছে আকাশে বাতাসে। চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ভেতরে ও বাইরের রাস্তায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ আনন্দের এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছেন অভিভাবকরাও। আবেগাপ্লুত হয়ে কান্না করতেও দেখা যাচ্ছে অনেককে। রোববার (১২ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমন দৃশ্য দেখা যায় দেশজুড়ে।
মেসেঞ্জার/হাওলাদার