ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:২৪, ৩ আগস্ট ২০২৪

চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি অনুসারে  ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপা‌শি সারা দেশের ইউ‌নিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশনা দিয়েছে দলটি।

শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো প‌রি‌স্থি‌তিতে না জড়াতে বলা হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (৪ আগস্ট) সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করবে দলটি।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ।
 

মেসেঞ্জার/শাহেদ

×
Nagad