ঢাকা,  সোমবার
১৬ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের এখনই সময় : সমাজবাদী দল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:১৪, ৬ আগস্ট ২০২৪

আপডেট: ২২:১৬, ৬ আগস্ট ২০২৪

বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণের এখনই সময় : সমাজবাদী দল

ছবি : সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শত শত শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও হাজারো আহতদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে শ্রমিক কৃষক সমাজবাদী দল। 

এক নতুন আধুনিক বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের পথ উন্মুক্ত করায় সংগ্রামী ছাত্র—জনতাকে বিশেষত নতুন প্রজন্মের ছাত্র নেতৃত্বকে “শ্রমিক কৃষক সমাজবাদী দলের” পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

মঙ্গলবার পাঠানো এক  বিবৃতিতে দলটি বলেছে, বৈষম্যমুক্ত রাষ্ট নির্মাণের এখনই সময়। সমবাজবাদী দল আশা প্রকাশ করে ধূর্ত সাম্রাজ্যবাদী তৎপরতা ও পশ্চাদপদ সাম্প্রদায়িক শক্তির অশুভ চক্রান্ত থেকে সকলে সজাগ থাকবে। এবার জনগণ যেন সত্যি সত্যি রাষ্ট্রের  মালিক হতে পারে সে লক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছে দলটি।

মেসেঞ্জার/সজিব

×
Nagad