ফাইল ছবি।
ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৭ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন। কারাগার থেকে মুক্ত হয়েই কেঁদেছেন তিনি।
রিজভী বলেন, স্কুল-কলেজের মাসুম বাচ্চারা, ছাত্ররা জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে আমাদেরকে মুক্ত করেছে। গোটা জাতিকে মুক্ত করেছে। তাদের শহীদি আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় এসেছে। ভয়ংকর ফ্যাসিবাদ থেকে তারা আমাদের মুক্ত করেছে। সব শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি।
এর আগে সেতু ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপির শীর্ষ এই নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গত পহেলা আগস্ট রিজভীসহ ছয়জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।
মেসেঞ্জার/ফামিমা