ঢাকা,  শনিবার
০৫ অক্টোবর ২০২৪

The Daily Messenger

শেখ হাসিনা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল: ফখরুল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৯:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল: ফখরুল

ছবি : সংগৃহীত

শেখ হাসিনার সরকার মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। তবে শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনও এদেশে আছে। তারা ভাবে আবার শেখ হাসিনা ফিরে এলে, আবার তারা লুট করতে পারবে।

অবস্থায় ছাত্র-শ্রমিক হত্যা করা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ভারতকে আমরা বলেছি যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না, তারা এখনও কথা শোনেনি। তাই অন্তর্বর্তী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে, যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়।

মেসেঞ্জার/ফামিমা

×
Nagad