ঢাকা,  মঙ্গলবার
০১ জুলাই ২০২৫

The Daily Messenger

শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে: রিজভী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৪:৪৮, ৮ অক্টোবর ২০২৪

শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে: রিজভী

ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান-২ গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তিনি কথাগুলো বলেন।

তিনি বলেন, উর্মির ঘটনায় প্রমাণ করে প্রশাসনে কীভাবে ঘাপটি মেরে বসে আছে স্বৈরাচারের দোসররা। এরা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর কোনও সুযোগ নেই।

রিজভী বলেন, দেশের বিরুদ্ধে হাসিনাপুত্র জয়ের লবিস্ট নিয়োগের ঘটনা সাধারণ নয়, ভয়ঙ্কর ইঙ্গিত। তাদের কাছে থাকা বিপুল কালো টাকা দিয়ে এসব করা হচ্ছে। শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বধ্যভূমিতে পরিণত হবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার করতে হবে। তার জন্য প্রয়োজন যৌক্তিক সময়ে নির্বাচন।

তিনি আরও বলেন, যারা এতো মানবতাবিরোধী কাজ করেছে, স্বৈরাচারদের দোসর ছিল, তাদের অপসারণ করুন। না হয়, গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নামবে। মেধাবী ও যোগ্যদের পদায়ন করুন।

মেসেঞ্জার/ফামিমা