ফাইল ছবি।
দেশে আওয়ামী লীগ যে জঞ্জালগুলো তৈরি করে গেছে, তা সরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে ইয়ুথ ফোরামের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। কিন্তু মিডিয়া বর্তমান সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। এই সরকারকে সময় দিতে হবে। আমি তরুণদের অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন।
জুলাই বিপ্লব নিয়ে বিএনপির মহাসচিব বলেন, এবার যে সুযোগ তৈরি হয়েছে তা হারিয়ে গেলে জাতি হিসেবে আমরা বিপন্ন হয়ে যাব। ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কিছু কিছু মিডিয়া তা সাপোর্ট করছে।
দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, আমি আশা করব ইয়ুথ ফোরাম দেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে সহায়তা করবে।
মেসেঞ্জার/ফামিমা







