ঢাকা,  বৃহস্পতিবার
১২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আওয়ামী লীগ ট্রাম্পসহ নানান বেশে আসার চেষ্টা করছে: আমির খসরু

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৩:৩৩, ১০ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগ ট্রাম্পসহ নানান বেশে আসার চেষ্টা করছে: আমির খসরু

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ট্রাম্পসহ নানান বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আমির খসরু।

দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেয়া সহজ না বলে বলেও মনে করছে দেশটি।

রাজনৈতিক দৈন্যতা থেকে আওয়ামী লীগ বিভিন্ন বেশে সামনে আসার চেষ্টা করছে অভিযোগ করে খসরু বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সেই সুযোগ তাদের নেই। তারা সব কিছু হারিয়ে ফেলেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আমির খসরু বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সমাপ্ত হলেই তিনি বিদেশে যাবেন। সেটা ২ দিনও লাগতে পারে, আবার ১ সপ্তাহও লাগতে পারে। তবে আমরা আশা করছি, বেশি সময় লাগবে না।

মেসেঞ্জার/ফামিমা