ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

The Daily Messenger

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ০৯:২৬, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ০৯:৪০, ৬ ডিসেম্বর ২০২৩

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে আজ শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

কিউইদের বিপক্ষে আজ শুরু হওয়া টেস্টে বাংলাদেশ দল দাঁড়িয়ে আছে দারুণ এক লক্ষ্যের সামনে। সিলেটের পর এখন ঢাকা টেস্ট জিতলেই টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের পর চতুর্থ কোনো দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পাবে।

সিলেট টেস্টে পঞ্চম দিনে স্পিনিং উইকেটের সুবিধা নিয়েছিল বাংলাদেশ দল। ঢাকা টেস্টের আগেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছিল পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত হলোও তাই। এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।

চোটের কারণে শঙ্কা থাকলেও তা কাটিয়ে মূল একাদশে থাকছেন স্পিনার নাইম ইসলাম।

অপরদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড দল। আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ইশ সোধির জায়গায় দলে এসেছেন স্পিনার মিচেল স্যান্টনার।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।

মেসেঞ্জার/সান ইয়াৎ