
ছবি: সংগৃহীত
প্রথম দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে এসে ভেঙে পরে কিউই টপ অর্ডার। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। এরপর দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যায়।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) লাঞ্চ বিরতির পর খেলা শুরু হয়। মাঠে নেমেই আক্রমণাত্মকভাবে শুরু করেন দুই অপরাজিত ব্যাটার। এর ফলে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের ছোট সংগ্রহ রক্ষা করতে ব্যর্থ হয়।
কিউই ব্যাটার গ্লেন ফিলিপস এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ৮৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৮ রানের লিড পেয়েছে কিউইরা।
প্রথম দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। খানিকটা ভেজা উইকেটেও শুরু থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। তবে খুব বেশি সুবিধা পাননি তাইজুল-মিরাজরা। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিচেল-ফিলিপস।
এই দুইজনের দারুণ ব্যাটিং শঙ্কায় ফেলেছিল বাংলাদেশকে। তবে ইনিংসের ২২তম ওভারে মিচেলকে ফিরিয়ে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন নাঈম হাসান।
তবে আটে ব্যাটিং করতে নেমে ফিলিপসকে দারুণ সঙ্গ দিয়েছেন কাইল জেমিসন। তার ২৮ বলে ২০ রানের ইনিংস ভরসা জুগিয়েছে অপর প্রান্তে থাকা ফিলিপসকে। জেমিসনের পর সাউদিও করেছেন গুরুত্বপূর্ণ ১৪ রান। শেষ পর্যন্ত সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেও দলকে ঠিকই লিড এনে দিয়েছেন। ফিলিপস ৮৭ রান করে আউট হলে নিউজিল্যান্ড থামে ১৮০ রানে।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তাইজুল। তাছাড়া শরিফুল ও নাঈম উইকেট পেয়েছেন দুটি করে।
মেসেঞ্জার/সান ইয়াৎ