
ছবি: সংগৃহীত
১১ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেললেও বৃথা গেল মাশরাফি বিন মর্তুজার চেষ্টা। তার দল হেরে গেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
নড়াইল বয়েজ স্কুলের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের সফলতম অধিনায়ক ম্যাশ। শনিবার (১৩ এপ্রিল) দুটি ম্যাচ খেলেছেন তিনি।
এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মাশরাফি। সেই দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। প্রথম ম্যাচে ১৫ বলে ৩০ রান করেন, নেন একটি উইকেট। ৮ উইকেটের জয়ে ম্যাচসেরাও হন মাশরাফি।
প্রথম ম্যাচে ছয় মেরে দলকে জয় উপহার দিয়েছেন ম্যাশ। দ্বিতীয় ম্যাচে ১১ বলে তিনি করেন ৫৫ রান। তবে এ ম্যাচে তার দল হেরে যায় ১০ উইকেটে।
ঈদে ব্যস্ত সময় কাটছে ম্যাশের। যে কারণে তিনি ঈদ পালন করতে নড়াইল পর্যন্ত যাননি, তবে খেলায় অংশ নিতে ঠিকই গেলেন।
মেসেঞ্জার/হাওলাদার