ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন চাহাল

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:৩৯, ২২ এপ্রিল ২০২৪

আইপিএলে অনন্য রেকর্ড গড়লেন চাহাল

ছবি : সংগৃহীত

রেকর্ড গড়তে চাহালের ২টি উইকেটের প্রয়োজন ছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জস বাটলারের সেঞ্চুরিতে জয় পাওয়া ম্যাচে একটি মাত্র উইকেট পেলেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট পাওয়ার অপেক্ষাটা তাই দীর্ঘ হলো।

সেদিন মাইলফলকে পৌঁছার অপেক্ষা দীর্ঘ হলেও আজ আর সেটা হতে দেননি চাহাল। মুম্বাই ইন্ডিয়াসের বিপক্ষে আজ রেকর্ডটা করেই ফেললেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার। তাঁর মাইলফলক ছোঁয়ার উইকেটের শিকার মোহাম্মদ নবী। নিজের প্রথম ওভার করতে এসে তৃতীয় বলে আফগানিস্তানের ব্যাটারকে কট অ্যান্ড বোল্ড করেছেন তিনি।

নিজের বলে নিজে ক্যাচ ধরার পর হাঁটু গেড়ে বসে দুই হাত ওপরে তুলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদও দিলেন চাহাল। প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের রেকর্ড গড়ার সুযোগ দেওয়ার জন্য। ২০১৩ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করা ভারতীয় লেগ স্পিনারের মাইলফলক গড়তে ম্যাচ লেগেছে ১৫৩ টি।

চাহালের পরেই ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়ে দুইয়ে আছেন চেন্নাইয়ের সাবেক বোলার এবং বর্তমানে বোলিং কোচ ডোয়াইন ব্র্যাভো। আর ১৮১ উইকেট নিয়ে তিনে আছেন পীযূষ চাওলা। মুম্বাইয়ের লেগ স্পিনারের আজ সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ পেসারকে ছাড়িয়ে যাওয়ার। ব্যবধানটা উইকেটের হওয়ায় সম্ভাবনাও ভালো পীযূষের জন্য।

সংক্ষিপ্ত সংস্করণের একক কোনো টুর্নামেন্টে অবশ্য তিনে আছেন চাহাল। তাঁর ওপরে আছেন ইংল্যান্ডের দুই বাঁহাতি স্পিনার সামিত প্যাটেল এবং ড্যানি ব্রিগস। দুজনই ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে এই রেকর্ড গড়েছেন।

একক টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট পাওয়ার তালিকায় শীর্ষে থাকা ব্রিগসের ২১৯ উইকেটে বিপরীতে দুইয়ে আছেন সামিত। তাঁর উইকেট সংখ্যা ২০৮।

মেসেঞ্জার/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700