ঢাকা,  মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪

The Daily Messenger

গোলকিপারের সঙ্গে সংঘর্ষে অচেতন হাঙ্গেরির ফুটবলার

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৪:৪৫, ২৪ জুন ২০২৪

গোলকিপারের সঙ্গে সংঘর্ষে অচেতন হাঙ্গেরির ফুটবলার

ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ান এরিকসন আতঙ্ক ফিরল ইউরোতে। বিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাঠে চেতনা হারালেন হাঙ্গেরি ফুটবলার বার্নাবাস ভার্গা। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তবে সতীর্থের চোটের আতঙ্ক সামলে নিয়েও স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে হাঙ্গেরি। ম্যাচের পরে ভার্গার জন্য বিশেষ শ্রদ্ধাও জানান হাঙ্গেরির ফুটবলাররা।

রোববার (২৩ জুন) ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলা চলাকালীন গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ভার্গা। সেই সময়েই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। গোল বাঁচাতে লাফিয়ে ওঠেন স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গুন। সেই সময়ে লাফিয়ে গোল করতে চেষ্টা করছিলেন ভার্গাও। শূন্যে লাফিয়ে ওঠার সময়েই সংঘর্ষ হয় দুই ফুটবলারের। ধাক্কা লেগে গুরুতর আহত হন ভার্গা। মাঠের মধ্যেই জ্ঞান হারান তিনি।

সঙ্গে সঙ্গে স্ট্রেচারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভার্গাকে। সতীর্থের এমন অবস্থা দেখে মাঠেই কান্নায় ভেঙে পড়েন হাঙ্গেরির বেশ কয়েকজন ফুটবলার। তবে হাঙ্গেরির ম্যানেজার মার্কো রোসি জানিয়েছেন, ভার্গার জ্ঞান ফিরেছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরে এসেছে। তবে তাঁর ইউরো শেষ। মুখে সার্জারি করতে হবে‌। স্টুগার্টের হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা ফুটবলার।

ভার্গার দুর্ঘটনার পরে অবশ্য ঘুরে দাঁড়ায় হাঙ্গেরি। নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। কিন্তু অতিরিক্ত সময়ে এসে ম্যাচের একমাত্র গোলটি করেন কেভিন কবোথ। ওই গোলেই হাঙ্গেরির জয় নিশ্চিত হয়। প্রি-কোয়ার্টারে খেলার দৌড়ে এখনও টিকে রয়েছে হাঙ্গেরি। ম্যাচের শেষে সতীর্থ ভার্গাকে বিশেষ শ্রদ্ধা জানান দলের প্রত্যেক সদস্য। ভার্গার জার্সি হাতে নিয়ে জয়ের সেলিব্রেশনে মেতে ওঠেন সকলে।

মেসেঞ্জার/আজিজ