
ছবি : মেসেঞ্জার
চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া পৌরসভা।
শনিবার (১৩ জুলাই) বিকালে পৌরসভা মগবাজার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলার বিএমচর ইউনিয়নকে ১ -০ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে তারা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। এসময় তিনি বলেন চকরিয়ায় খেলাধুলা সম্প্রসারণে কাজ করবেন তিনি। খেলার কোনো বিকল্প নেই জানিয়ে যুব সমাজকে খারাপ পথ পরিহার করে মাঠে ফেরার অনুরোধ করেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফান উদ্দীন।
নেতৃবৃন্দরা জেলা পর্যায়ে চকরিয়া চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করে বলেন, বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা জিকু এবং ইব্রাহীম চকরিয়ার সন্তান। অনূর্ধ্ব -১৭ থেকে আজকে এই অবস্থানে এসেছে। সবাইকে তাদের অনুসরণ করতে হবে। বর্তমান শেখ হাসিনা সরকার খেলাধুলাবান্ধব সরকার। সরকারের চাওয়া গ্রাম থেকে ভালো খেলোয়াড় উঠে আসুক।
খেলার প্রথম অধ্যায়ের ২০ মিনিটে পৌরসভা ফুটবল টিম মো: রাকিবের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি বিএমচর।
এদিন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দীন শান্ত, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কাউন্সিলর ফোরকানুল ইসলাম টিটু, ইফতেখারুল ইসলাম হানিফ, এম নুরুস শফী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/রিদুয়ান/দিশা