ঢাকা,  সোমবার
১৭ জুন ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় আবারো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, বইছে তীব্র দাবদাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ মে ২০২৪

চুয়াডাঙ্গায় আবারো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, বইছে তীব্র দাবদাহ

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গায় আবারো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ। শনিবার (২৫ মে) এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবারও দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রী। বয়ে যাচ্ছে তীব্র তাপদহ। চরম অস্বস্তিতে রয়েছে মানুষ। তবে আগামীকাল ঘুর্নিঝড়ের প্রভাবে রোববার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। 

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, শনিবার (২৫ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ।  শুক্রবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশী থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

তিনি আরো জানান, রোববার (২৬ মে) তাপপ্রবাহ কমবে। রেমাল ঘুর্নিঝড়ের প্রভাব থাকবে। বৃষ্টিপাত হবে।

মেসেঞ্জার/লিটন/শাহেদ

Advertisement