ঢাকা,  সোমবার
১৭ জুন ২০২৪

The Daily Messenger

ঘূর্ণিঝড় রিমালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:২৭, ২৫ মে ২০২৪

আপডেট: ২২:৪২, ২৫ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের আগামীকাল রোববারের (২৬ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (২৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত পরিক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, অনার্স চতুর্থ বর্ষের পরিক্ষা গত ১৯ মে থেকে শুরু হয়েছে এবং আগামীকাল রোববার (২৬ মে) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের রিমালের কারণে আগামীকাল এর পরিক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।’

ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

মেসেঞ্জার/শাকিল/আপেল

Advertisement