ঢাকা,  রোববার
১৬ জুন ২০২৪

The Daily Messenger

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৪, ২৩ মে ২০২৪

আপডেট: ১০:৩৭, ২৩ মে ২০২৪

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী

ছবি : মেসেঞ্জার

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ দেড় বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার (২২ মে) রাতে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবিসহ অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলেন বগুড়ার জেসমিন আক্তার (৩৬), ঝালকাঠির লাইলী বেগম (২১) ও কিশোরগঞ্জ জেলার রোকসানা খাতুন (২৪)। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে তারা দেশে ফিরে আনা হয়। ফেরত আসা তিন বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
 

মেসেঞ্জার/জামাল/আজিজ

Advertisement