ঢাকা,  রোববার
১৬ জুন ২০২৪

The Daily Messenger

অভিযানে অস্ত্র-গুলিসহ আরসার কমান্ডার গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৩ মে ২০২৪

আপডেট: ১২:১১, ২৩ মে ২০২৪

অভিযানে অস্ত্র-গুলিসহ আরসার কমান্ডার গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ আরসার শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান গান,মাঝরি সাইজের ২টি ওয়ান শুটারগান,রাইফেলের গুলি ২০ রাউন্ড গুলি, ২টি পিস্তলের গুলি, ১টি শর্ট গানের কার্তুজ, ২০ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও ৩ টি।

পিস্তলের গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটককৃত হলো উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫১ ব্লকের বাসিন্দা মোদাছের এর ছেলে আব্দুলাহ (৩২)। এর বিরুদ্ধে উখিয়া-টেকনাফ থানায়  একাধিক মামলা রয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এক প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। 

১৪ আর্মড আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ ইকবাল সত্যতা নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।

 

মেসেঞ্জার/শহিদুল/আজিজ

Advertisement