ঢাকা,  রোববার
১৬ জুন ২০২৪

The Daily Messenger

রাঙামাটিতে রাজস্থলীর সীমান্ত সড়কে মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ২৩ মে ২০২৪

রাঙামাটিতে রাজস্থলীর সীমান্ত সড়কে মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

রাঙামাটি রাজস্থলী উপজেলা সীমান্ত সড়কে সাতচল্লিশ বয়সী মো: হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের মিতিংগ্যা ছড়ি এলাকার রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হেলাল উদ্দিন রাঙামাটির লংগদু উপজোলার ইসলামপুরের মৃত আহসান উল্লাহর ছেলে। তিনি সীমান্ত সড়কের নিয়োজিত বাবুর্চি হিসেবে কাজ করতেন।

গেল সোমবার (২০ মে) অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে তিনি নিখোঁজ হয়। বৃহস্পতিবার বিকেলে রাস্তার পাশে তার মরদেহ স্থানীয়রা দেখার পরে থানায় জানায়।

বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নিজ বাড়ি লংগদু উপজেলায়। নিহত হেলাল উদ্দিন কিভাবে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।

তিনি অরও বলেন,ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তাকে হত্যা করা হয়েছে নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মেসেঞ্জার/সুপ্রিয়/আপেল

Advertisement