ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২১:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

ছবি: সংগৃহীত

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রবি আলম নামে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রবি আলমের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সন্ধ্যায় রবি আলম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় চার বছর বয়সী মোবাশ্বেরা নামে এক শিশুর মৃত্যু হয়।

একই ঘটনায় গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলে রাসেল নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির বয়স আনুমানিক আড়াই বছর।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। আহতদের প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700