ঢাকা,  বৃহস্পতিবার
০২ মে ২০২৪

The Daily Messenger

দিনাজপুরে কাপ হলিডে উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ৯ মার্চ ২০২৪

দিনাজপুরে কাপ হলিডে উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

স্বাধীনতার গৌরবউজ্জ্বল ৫৩ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের খানসামায় ৫৩টি সরকারি বিদ্যালয়ের অংশগ্রহণে কাপ হলিডে ২০২৪ উদ্বোধন হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটদের কাপ হলিডের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুশৃংখল জীবনের মধ্য দিয়ে যেকোন লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি জোন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। শিশু-কিশোর জুবাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাশাপাশি স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে সৎ চরিত্রবান দক্ষ আদর্শ নাগরিক হওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার উপজেলা স্কাউটসের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক আবু সাঈদ, জেলা স্কাউটস কমিশনার মাতলুবুর মামুন, সহকারি পরিচালক সৈকত হোসেন, জাতীয় নির্বাহী সদস্য লোকমান হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলার কাব স্কাউটরা হলিডের বিভিন্ন স্টেশনে অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে কাব শিশুদের হাতে কলমে শিক্ষার জন্য দিনব্যাপি কর্মসূচি হলো কাব হলিডে। হলিডের বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে কাববন্ধুরা স্কাউটিং মৌলিক বিষয় জানা অনুশীলনসহ বৈচিত্রময় মজাদার কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে বন্ধু তৈরী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ব্রতী হয়। বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে প্রায় ৫০০ জন কাব স্কাউট, স্কাউটার কর্মকর্তা অংশগ্রহণ করে।

মেসেঞ্জার/কুরবান/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700