ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

প্রান্তিক শিশুদের মুখে হাসি ফুটালো ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ৯ মার্চ ২০২৪

প্রান্তিক শিশুদের মুখে হাসি ফুটালো ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রান্তিক শিশুদের শিক্ষা উপকরণ দুপুরের খাবার দিয়ে তাদের মুখে হাসি ফুটালো ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন বিডি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার ( মার্চ) দুপুরে উপজেলার সদরের কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গের সহযোগিতায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশনের সভাপতি মোঃ সালাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী, ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহফুজ, অর্থ সম্পাদক রকিবুল হক এবং শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দ।

সময় সংগঠনটির সদস্যবৃন্দ, শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ দুপুরের খাবার উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে উঠে হাসির ঝিলিক।

অতিথিরা বক্তব্যে বলেন, দেশের উত্তরের সীমান্ত জনপদ তেঁতুলিয়া। অঞ্চলে পাথর চা শিল্পখ্যাত হলে সম্প্রতিকালে পাথর উত্তোলন বন্ধ চা শিল্পে ধস নামায় সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো চরম দারিদ্র সীমায় দিনযাপন করছে।

এই সময়ে শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা উপকরণ উপহার তাদের সাথে একই সাথে খাবার খাওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আশা করছি ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন বিডি আগামীতেও ধরণের সহযোগিতা নিয়ে এগিয়ে এসে মানবিকতার উদাহরণ তৈরি করবেন।

আয়োজকরা জানান, ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন বিডি একটি সামাজিক সংগঠন। আমরা আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করেছি দেশের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত শিশুদের একদিন কাটাতে।

কারণে আমরাতোমাদের সাথে একদিনপ্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করি। অনুষ্ঠানে আমরা প্রায় তিন শতাধিক শিশুদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ তাদের সাথে দুপুরের বনভোজন হিসেবে খাবার খেয়েছি। অনুষ্ঠানটি পরিচালনায় শিশুস্বর্গের পরিচালক কবীর আকন্দের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করবো ধরণের কার্যক্রম চালিয়ে যেতে।

মেসেঞ্জার/দোয়েল/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700