ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১১ এপ্রিল ২০২৪

খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন

ছবি : মেসেঞ্জার

সপ্তাহ পেরিয়ে গেলে ও লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো এখন ও খোলা আকাশের নীচে দিন যাপন করছে। 

উল্লেখ্য যে, গত সপ্তাহে মুষলধারে বৃষ্টি এবং এ বছরের প্রথম ঘূর্ণিঝড় ভোলা জেলার উক্ত তিনটি উপজেলার কয়েকটি  গ্রামের  উপর দিয়ে বয়ে যায়। তাতে প্রায় কয়েক শ পরিবার তাদের বসত ঘর হারিয়ে গৃহহীনহয়ে পড়ে।

এ সময় গাছের ঢাল পড়ে ও বজ্রাঘাতে  লালমোহন ও মনপুরা উপজেলায় তিন জন  মানুষ মৃত্যুবরণ করে। বেসরকারি প্রতিষ্ঠান কোস্ট ফাউন্ডেশন চরফ্যাশন অফিসের সমন্নয়ক রাশিদা বেগম জানান লালমোহন উপজেলায়ই ঘূর্ণিঝড়ে ২৫০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নিহত পরিবারের সদস্যদের সরকারী সহায়তা হিসাবে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা  এবং স্পহানীয় সংসদ সদস্য এর পক্ষ থেকে ২০ হাজার টাকা ছাড়া কোন ধরনের আর্থিক বা খাদ্য সহায়তার অভাবে পরিবার গুলো অসহায় ভাবে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700