ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

The Daily Messenger

সুনামগঞ্জের ছাতকে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৯:১৬, ২০ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জের ছাতকে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিভিন্ন পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। শুক্রবার রাতে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। 

১৪৪ ধারার আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা ও তার আশেপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি থাকবে।

এই সময় ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনও অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোনও ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে। 

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700