ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গা ও পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৩, ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহের কারণে শনিবার দিনের বেলা চুয়াডাঙ্গা জেলা শহর ছিল অনেকটাই ফাঁকা। ছবি: সংগৃহীত

দেশজুড়ে অনুভুত হচ্ছে তীব্র দাবদাহ। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। অবস্থায় চুয়াডাঙ্গা পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত জাকির হোসেন দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন।

রোদের তীব্র তাপে বাইরে বের হয়ে বিপাকে এক বৃদ্ধ। ছবি: সংগৃহীত

ছাড়া শনিবার পাবনার ঈশ্বরদীতে ৪১. ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এদিন তীব্র দাবদাহে হিট স্ট্রোক করে মারা গেছেন সুকুমার দাস নামের একজন।

শনিবার দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন তিনি। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুকুমার দাস (৬০) পাবনার শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700