ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

চিলমারীতে সাপের কামড়ে মারা গেলেন কৃষক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৯, ২০ এপ্রিল ২০২৪

চিলমারীতে সাপের কামড়ে মারা গেলেন কৃষক

ছবি : মেসেঞ্জার

কুড়িগ্রামের চিলমারীতে ভোরে টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়ের ৩ থেকে চার ঘণ্টাপর আযম আলী (৩৫) নামে এক কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আযম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে।

তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়ায় বসবাস করছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় এইচ এম মেহেদী। তিনি বলেন, আজ ফজরের আযানের সময় আযম আলী নিজ বাড়ীর পাশ্ববর্তী টয়লেটে যাচ্ছিলেন। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে ঢুকে যায়।

তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী গ্রামে ওঝার বাড়ীতে নিয়ে যায়। ওঝার ঝাড়-ফুঁকে কাজ না হওয়ায় আযম আলীকে চিলমারী স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মেসেঞ্জার/রাফি/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700