ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

ক্ষুদ্রজাতিসত্বার শিক্ষার্থীদের বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২০ এপ্রিল ২০২৪

ক্ষুদ্রজাতিসত্বার শিক্ষার্থীদের বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

ছবি : মেসেঞ্জার

ক্ষুদ্রজাতিসত্বার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এসময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ক্ষুদ্র-জাতিসত্বার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে, তিনি এসময় বাল্যবিয়ে মাদক রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, ব্র্যাক ইন্টারন্যাশনাল আফ্রিকার, ডিরেক্টর প্রোগ্রাম মিস আন্না মিনজ, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।

অনুষ্ঠানে নাচোল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্রজাতিসত্বার পরিবারের ১৬৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৮৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মেসেঞ্জার/নাহিদ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700