ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

The Daily Messenger

উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ২১ জনের মনোনয়ন দাখিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ২১ এপ্রিল ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ২১ জনের মনোনয়ন দাখিল

ছবি : মেসেঞ্জার

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৯ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
 
রবিবার ২১ এপ্রিল ছিল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

পেকুয়ায় মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আ'লীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মুন্তাজির কামরান জাদিদ মুকুট, জেলা আ'লীগের সাবেক নেতা আশরাফুল ইসলাম সজীব, উপজেলা আ'লীগের সহ- সভাপতি মহিউদ্দিন বারব মুকুল, রুমানা আক্তার, ইন্টারনেট ব্যবসায়ী নুরুল আমিন।

ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা  নাছির উদ্দিন বাদশা, মো: হেলাল উদ্দিন ছিদ্দিকী ও শাহাব উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু, সাংবাদিক জহিরুল ইসলামের স্ত্রী ইয়াছমিন সোলতানা, পেকুয়া কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আবছারের স্ত্রী রাজিয়া সোলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল বিভিন্ন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাচাই করা হবে।

২৪-২৬ এপ্রিল মনোনয়নপত্র বাচাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধেআপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২১ মে পেকুয়া উপজেলার সবক'টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

মেসেঞ্জার/সুমন/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700